• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬
কমপ্লিট শাটডাউন

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ৬


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ০৩:৫৪ পিএম
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ৬

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে উত্তাল ঢাকা। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে এ পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ জন মারা গেছেন।

উত্তরা-আজমপুর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান।

বাড্ডা-রামপুরা এলাকায় পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতে একজন নিহত হয়েছেন। এ ছাড়া সাভারে গুলিতে একজন নিহত হয়েছেন।

রামপুরা এলাকায় নিহতের নাম দুলাল মাতবর। তিনি পেশায় ড্রাইভার। সংঘাতের সময় তিনি একটি হাইএস গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন।

দুপুর সাড়ে ১২টার দিকে আশংকাজনক অবস্থায় তাকে ফরাজি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সাভারে নিহত শিক্ষার্থীর নাম জানা যায়নি। তবে জানা গেছে, তিনি এমআইএসটিতে অধ্যয়নরত ছিলেন।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসূফ আলী জানান, নিহত শিক্ষার্থীর শরীরে গুলির চিহ্ন রয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!