• ঢাকা
  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ২ কার্তিক ১৪৩১, ১৪ রবিউস সানি ১৪৪৬

শাহজালালে ৬টি স্বর্ণের বার কারবারি আটক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৪, ২০২৩, ০৪:০৭ পিএম
শাহজালালে ৬টি স্বর্ণের বার কারবারি আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযানে ৬টি স্বর্ণের বারসহ (৬৯৬ গ্রাম) মো. ফিরুজ মিয়া (৫০) নামের এক কারবারিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (৪ মে) বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর পার্কিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

তথ্যটি নিশ্চিত করে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান বলেন, “আগমনী ক্যানোপি-১ এর কার পার্কিং এলাকায় ফিরুজ মিয়াকে ঘোরাঘুরি করতে দেখে এপিবিএন গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। এসময় তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে আসা হয়। এখানে তিনি স্বীকার করেন তার কাছে স্বর্ণ রয়েছে। পরে তার প্যান্টের পকেট থেকে ছয়টি স্বর্ণের বার বের করা হয়।”

মিজানুর রহমান বলেন, “ফিরুজ মিয়া এই স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।”

কুচক্রীমহলের চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার জন্য এপিবিএন চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে বলেও জানান এই কর্মকর্তা।

Link copied!