• ঢাকা
  • শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬

৫৭৯ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৩:১৫ পিএম
৫৭৯ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত
প্রতীকী ছবি

বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত পর্ষদের নিয়োগ দেওয়া সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ৫৭৯ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে ব্যাংকটির বর্তমান পর্ষদ।

এসআইবিএলের মানবসম্পদ বিভাগ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এসব কর্মকর্তাকে চাকরিচ্যুত করার চিঠি দিয়েছে।

ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, এই কর্মকর্তাদের অধিকাংশ চট্টগ্রামের একটি বিশেষ এলাকার। পরীক্ষা ছাড়াই তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। ফলে পুরো প্রক্রিয়াটি আইনসম্মত ছিল না।

এসআইবিএলের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ব্যাংকটিতে বর্তমানে ৪ হাজার ৭০০ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে প্রায় ২ হাজার চট্টগ্রামের পটিয়ার। 

তিনি আরও জানান, ২০২৪ সালে ৫৭৯ কর্মকর্তাকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এসব নিয়োগে কোনো ধরনের সার্কুলার, পরীক্ষা, সার্টিফিকেট যাচাই-বাছাই করা হয়নি।

জানা যায়, সম্প্রতি ব্যাংকের এক পর্ষদ সভায় ৫৭৯ কর্মকর্তার নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়। 
বৃহস্পতিবার তাদের প্রত্যেককে চিঠি দিয়ে চাকরিচ্যুতির কথা জানায় ব্যাংকের মানবসম্পদ বিভাগ। শুক্রবার ১ নভেম্বর থেকে সেটি কার্যকর হবে।

Link copied!