• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানি ১৪৪৬

চলতি অক্টোবরের ১৪ দিনে ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৮:৫৩ পিএম
চলতি অক্টোবরের ১৪ দিনে ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু
বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এতে অনেকের মৃত্যুও হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ১৪ দিনে ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু হলো।

সোমবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন এক হাজার ১৮৬ রোগী।

নতুন একজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২১৫ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন মোট ৪৩ হাজার ৬৫৬ জন।

এর আগে গত বছর দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!