রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অপরাধে ৫১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
ফারুক হোসেন জানান, আটকদের কাছ থেকে ৭৬ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৯ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৬৮০ পিস ইয়াবা, ১০ লিটার দেশি মদ, ২৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ২৭ কেজি ৭১৮ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।