• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘রোকেয়া পদক’ পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৩, ০৩:৩০ পিএম
‘রোকেয়া পদক’ পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী
প্রতীকী ছবি

গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া পদক-২০২৩ পাচ্ছেন দেশের পাঁচ বিশিষ্ট নারী।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ তথ্য জানান।  

ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, “শনিবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস উদযাপন এবং বেগম রোকেয়া পদক প্রদান উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পাঁচ বিশিষ্ট নারীকে ‘রোকেয়া পদক’ দেওয়া হবে।”

এবার নারী শিক্ষায় রোকেয়া পদক পাচ্ছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য খালেদা একরাম (মরণোত্তর), নারী অধিকার প্রতিষ্ঠায় ডা. হালিদা হানুম আখতার, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে কামরুন্নেসা আশরাফ দিনা (মরণোত্তর)।

এছাড়া নারী জাগরণে উদ্বুদ্ধকরণে এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার এবং পল্লি উন্নয়নে রনিতা বালা রোকেয়া পদক পাচ্ছেন।

পদকপ্রাপ্ত প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণের একটি পদক, পদকের রেপ্লিকা, ৪ লাখ টাকার চেক ও সম্মাননাপত্র দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Link copied!