• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বায়তুল মোকাররমে ঈদের চতুর্থ জামাত অনুষ্ঠিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৯, ২০২৩, ১০:৪৩ এএম
বায়তুল মোকাররমে ঈদের চতুর্থ জামাত অনুষ্ঠিত

সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অঝোর ধারায় হচ্ছে বৃষ্টি। তবে বৃষ্টি উপেক্ষা করেই ঈদের জামাতে অংশ নিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

আজ বৃহস্পতিবার (২৯ জুন) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ১০টায় পবিত্র ঈদুল আজহার চতুর্থ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে হয় ঈদের বিশেষ খুতবা। খুতবা ও মোনাজাত শেষ হয় সকাল ১০টা ২০ মিনিটের দিকে।

ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নামাজে ইমামের দায়িত্ব পালন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম হাফেজ মো. রুহুল আমিন।

এর আগে প্রথম জামাত সকাল ৭টায় দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। 

Link copied!