বিএনপির ৪৫ নেতাকর্মীর কারাদণ্ড


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩, ০৭:৫০ পিএম
বিএনপির ৪৫ নেতাকর্মীর কারাদণ্ড
প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগ ও উত্তরখান থানার পৃথক দুই মামলায় বিএনপির ৪৫ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই রায় ঘোষণা করেন।

রায় হওয়ায় মামলাগুলোর মধ্যে শাহবাগ থানার নাশকতার মামলায় বিএনপির ১৩ নেতাকর্মীর দুই বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন।

কারাদণ্ড পাওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন, দেলোয়ার হোসেন শান্ত, মো. সেলিম মোল্লা, মো. স্বপন বেপারী, নাজমুল হাসান, মো. লুৎফর রহমান, মো. আরাফাত ও মো. কামাল হোসেন।

২০১৭ সালের জুনে নাশকতার অভিযোগ রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করা হয়।

এদিকে উত্তরখান থানার পাঁচ বছর আগে নাশকতার আরেক মামলায় বিএনপি ৩২ নেতাকর্মীর ২০ মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন।

কারাদণ্ড পাওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন, মো. আহসান হাবীব মোল্লা, মে. রায়হান, মো. সেলিম মোল্লা, মো. আনোয়ার হোসেন বকুল, মো. নোয়াব আলী খান, মো. ফায়েজুল ইসলাম সবুজ, সৈয়দ সুজন আহমেদ, মো. আব্দুর রহিম, মো. তোফাজ্জল হোসেন মিঠু, জাহাঙ্গীর আলম বেপারী ও মো. কিরণ সরকার।

২০১৮ সালের সেপ্টেম্বরে বেআইনি সমাবেশ ও নাশকতার সৃষ্টির অভিযোগে উত্তর খান থানায় মামলাটি করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!