৪২ যাত্রীকে কানাডায় যেতে বাধা, বাংলাদেশ বিমানকে আইনি নোটিশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ১১:৪২ এএম
৪২ যাত্রীকে কানাডায় যেতে বাধা, বাংলাদেশ বিমানকে আইনি নোটিশ
বাংলাদেশ বিমানের একটি বোয়িং উড়োজাহাজ

কানাডাগামী সিলেটের ৪২ যাত্রীকে কানাডা যেতে না দেওয়ার ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিনকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মোশাররফ রাশেদ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) এই আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মোশাররফ রাশেদ। জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেটের পক্ষে তিনি এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, কানাডা হাইকমিশন কর্তৃক ওই যাত্রীদের ভিসা আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট আমন্ত্রণপত্রটি বিশ্বাসযোগ্য বলে মনে করে ইতোমধ্যে প্রত্যেককে বৈধ ভিসা ইস্যু করেছে। পরে প্রত্যেক যাত্রী কানাডা যাওয়ার উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্ধারিত তারিখের নির্ধারিত মূল্যের বিমান টিকেট কেনেন। তারা সিলেট ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকা এসে ট্রানজিট লাউঞ্জে টরন্টোগামী বিমানের কানেকটিং ফ্লাইটের অপেক্ষায় ছিলেন।

এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা সম্পূর্ণ অন্যায় ও বেআইনিভাবে সংশ্লিষ্ট ৪২ যাত্রীর কানাডা ভিসার সংশ্লিষ্ট আমন্ত্রণপত্র সঠিক কিনা তা যাচাই-বাছাই করতে চান। পরে তা ভুয়া উল্লেখ করে তাদের বৈধ ভিসা থাকা সত্ত্বেও কানাডা যেতে না দিয়ে ফেরত পাঠান।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের তথা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিরুদ্ধে কেন কর্তব্যে অবহেলা ও বেআইনিভাবে যাত্রী হয়রানির অভিযোগে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের পক্ষে তাদের মানহানি ও ক্ষতিপূরণ দাবি করে আইনি ব্যবস্থা নেওয়া হবে না। তা জানতে চেয়ে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

নোটিশে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা, বেআইনি ও অন্যায়ভাবে যাত্রী হয়রানির অভিযোগ আনা হয়। সেই সঙ্গে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের পক্ষে মানহানি ও ক্ষতিপূরণ দাবি করে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

Link copied!