• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এসবি ও সিআইডি প্রধানসহ ৪১ পুলিশ কর্মকর্তাকে বদলি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০৩:০১ পিএম
এসবি ও সিআইডি প্রধানসহ ৪১ পুলিশ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের লোগো। ফাইল ফটো

আলাদা তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ পুলিশে বড় রদবদল করা হয়েছে। এতে একযোগে ৪১ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

এতে বলা হয়, ঢাকা পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি তওফিক মাহবুব চৌধুরীকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, ঢাকা সিআইডির অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনকে খাগড়াছড়ির অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি এ এফ এম আনজুমান কালামকে অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শকে, সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শকে, চট্টগ্রাম আরআরএফ-এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) শাহজাদা মো. আসাদুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শকে, খুলনা ৩ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. মাসুদ করিমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারে, সিলেট ৭ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) খো. ফরিদুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারে, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারে পদায়ন করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীনকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. সাহেদ আল মাসুদকে পুলিশ সুপার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপপুলিশ কমিশনার মশিউর রহমানকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীরকে ঢাকা পুলিশ সুপার সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলামকে পুলিশ সুপার খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপপুলিশ কমিশনার মানস কুমার পোদ্দারকে পুলিশ সুপার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপপুলিশ কমিশনার কাজী মনিরুজ্জামানকে পুলিশ সুপার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. রাজীব আল মাসুদকে পুলিশ সুপার সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপপুলিশ কমিশনার রিফাত রহমান শামীমকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলামকে পুলিশ সুপার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খানকে পুলিশ সুপার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনকে পুলিশ সুপার খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মাহবুব উজ জামানকে পুলিশ সুপার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপপুলিশ কমিশনার এইচ এম আজিমুল হককে পুলিশ সুপার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লাকে পুলিশ সুপার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীমকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

সব পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে তাদের বেশিরভাগই শিক্ষার্থীর আন্দোলনে বিতর্কিত ভূমিকা রেখেছিলেন। কেউ কেউ ছাত্র জনতা কে লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশনা দিয়েছিলেন। তাদের প্রত্যেককে বিভাগীয় তদন্তের আওতায় আনা হচ্ছে বলে পুলিশ সূত্র জানা গেছে।

এছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটে যাদের সংযুক্ত করেছেন, তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

Link copied!