রাজধানীর রায়েরবাজারে বন্ধ থাকা মুক্তি সিনেমা হলে অভিযান চালিয়ে ৪ হাজারের বেশি নকল বই জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি টাকা। এসব বইয়ের মধ্যে আছে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, আহমেদ ছফাসহ নামিদামি লেখকদের বই।
বুধবার (২০ নভেম্বর) রাতে এই অভিযান চালানো হয়।
পুলিশ বলছে, অভিযুক্ত ছাপাখানার মালিকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা হবে।
দীর্ঘ দিন ধরে রায়েরবাজারের মুক্তি সিনেমা হলে সিনেমা প্রদর্শন বন্ধ। এই সুযোগে হলের ভেতরে মূল প্রকাশক, লেখক ও পরিবেশকের অনুমতি ছাড়াই বই ছাপিয়ে তা বিক্রি করছেন মানিক নামের এক ব্যক্তি।
প্রকাশকদের তথ্যের ভিত্তিতে ছাপাখানায় অভিযান চালায় পুলিশ। এ সময় হুমায়ূন আহমেদ, আহমেদ ছফাসহ বিখ্যাত লেখকদের জনপ্রিয় নকল বই পাওয়া যায়। একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যবইও মেলে সেখানে।
প্রকাশকেরা বলেন, নিম্নমানের কাগজে ছাপিয়ে বা ফটোকপি করে অবিকৃত প্রচ্ছদে বিক্রি হচ্ছে এসব বই। এ বিষয়ে পাঠকদের আপত্তি না থাকলেও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকাশকেরা।
এ বিষয়ে লেখক ও প্রকাশক জোবায়ের আহমেদ বলেন, এখানে পাঠ্যবই থেকে শুরু করে হেন কোনো ভালো প্রকাশনীর বই নেই যার নকল বই ছাপানো হয় না।
অভিযাত্রীর প্রকাশক আবু বকর বলেন, “আমাদের চোখের সামনে পাইরেসি করে দোকানে বই বিক্রি করছে, অথচ আমরা সব ট্যাক্স দিয়ে বই বিক্রি করে পুষিয়ে উঠতে পারছি না।”
নিউমার্কেট থানার উপ পরিদর্শক (এসআই) মো. ফিরোজ আহম্মেদ বলেন, অভিযুক্ত মানিকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা হবে। অভিযানে চারটি প্রকাশনীর হাজারের বেশি বই জব্দ করা হয়।
প্রকাশকদের দাবি, লেখককে সম্মানি দিয়ে পাণ্ডুলিপি কেনার পর হাজার হাজার টাকা বিনোয়োগ করেও খরচ উঠাতে পারছেন না তারা। এর প্রধান কারণ নকল পাওয়া যায় কম দামে।