রাজধানীর পুরানা পল্টনে চারতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তালহা বিন জসিম জানান, সকাল ৯টা ১৭ মিনিটে তারা আগুন লাগার কথা জানতে পারেন। সাত মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে চলে যান। ছয়টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে মানিকগঞ্জ হাউস নামে একটি ভবনের ল চেম্বারে এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।