• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় স্মৃতিসৌধে নতুন ৪ উপদেষ্টার শ্রদ্ধা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪, ০৭:৫৬ পিএম
জাতীয় স্মৃতিসৌধে নতুন ৪ উপদেষ্টার শ্রদ্ধা
৪ উপদেষ্টার শ্রদ্ধা। ছবি : সংগৃহীত

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীসহ অন্তর্বর্তীকালীন সরকারের নতুন ৪ উপদেষ্টা।

শনিবার (১৭ আগস্ট) বিকালে তারা শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানো অন্য তিন উপদেষ্টা হলেন, পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

পরে সাভার স্মৃতিসৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ চত্বরে বৃক্ষরোপণে অংশ নেন নবনিযুক্ত ৪ উপদেষ্টা।

এর আগে শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গভবনে নতুন চার উপদেষ্টা শপথ গ্রহণ করেন এবং পরে তাদের দপ্তর বণ্টন করা হয়।

Link copied!