• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ঢাকায় অবতরণ না করেই চলে গেল ৪টি বিমান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৪:৪৬ পিএম
ঢাকায় অবতরণ না করেই চলে গেল ৪টি বিমান
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

বিভিন্ন দেশ থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা চারটি বিমান অবতরণ না করেই চলে গেছে। এসব বিমানের মধ্যে একটি অবতরণ করেছে গিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

দুটি বিমান নেমেছে গিয়ে ভারতের কলকাতায়। আর শেষটি অবতরণ করেছে হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। রোববার (২২ ডিসেম্বর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এসব বিমান ঢাকায় অবতরণ করার জন্য এসেছিল।

কলকাতায় অবতরণ করা দুটির মধ্যে একটি ওমান থেকে আগত সালাম এয়ারের একটি ফ্লাইট এবং কুয়েত থেকে আগত জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট।

এছাড়াও সৌদির রিয়াদ থেকে আগত সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করে হায়দরাবাদে। সবশেষ দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করে চট্টগ্রামে।

ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে ফ্লাইটগুলো নামতে না পারায় অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। তবে পরবর্তীতে ফ্লাইটগুলো যাত্রীসহ ঢাকায় এসে অবতরণ করেছে।

Link copied!