• ঢাকা
  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তিন লাখ গাছ লাগিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৩, ২০২৩, ০৮:৪৫ পিএম
তিন লাখ গাছ লাগিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘জন্মদিন বা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কেক কেটে নয়, বরং এমন কিছু করে দেখাও, যা জাতির জন্য কল্যাণকর হয়’। এ স্লোগান বাংলাদেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের। সেই স্লোগানকে সামনে রেখেই নিজ আঙিনায় অথবা নিজের নিয়ন্ত্রণ রয়েছে এমন স্থানে ৭টি করে গাছ লাগিয়ে সংগঠনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন বিডি ক্লিনের সদস্যরা।

শনিবার (৩ জুন) পূর্ব নির্দেশনা অনুযায়ী বিডি ক্লিনের সদস্যেরা প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ গাছগুলো রোপণ করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে সারা দেশে বিডি ক্লিনের ৪৪ হাজারের বেশি সক্রিয় সদস্য রয়েছেন। প্রত্যেক সদস্য ৭টি করে তিন লাখেরও বেশি গাছ লাগিয়েছেন।

কাঁঠাল, জাম, জলপাই, লিচু, নিম, অর্জুন, বকুল ও জারুল গাছগুলো থেকে যে কোনো ৭টি গাছ বেছে নিয়ে রোপণ করেছেন সদস্যরা।

এসময় গাছের আকার নির্ধারণ করে দেওয়া হয়েছিল সর্বনিম্ন আড়াই ফুট। সদস্যরা গাছ রোপণের সময় এবং পরবর্তী ৩০ মিনিটের মধ্যে নিজের লাগানো গাছের ছবি মুঠোফোনে ধারণ করেন। সেই ছবিগুলো একইদিনে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে নিজ নিজ ফেসবুক টাইমলাইন থেকে #সবাই_মিলে_লাগাই_বৃক্ষ, #১_ঘণ্টায়_3_লক্ষ শিরোনামে আপলোড করা হয়।

বিডি ক্লিনের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিরা জানান, গাছ রোপণের উপযুক্ত জায়গা সদস্যদের নিজেদের নির্বাচন করতে হয়েছে। এ ছাড়া রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যাও তাদেরই করতে হবে। শুধু তাই নয়, সেই পরিচর্যার হালনাগাদের ছবি তুলে প্রতি প্রতি মাসের ৩ তারিখ সন্ধ্যার মধ্যে আবার নিজ নিজ ফেসবুক থেকে আপলোড করতে হবে।

বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক চম্পা আক্তার বলেন, “সাধারণত কেক কেটে হইচই বা মজার মধ্য দিয়ে সবাই নিজ নিজ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। কিন্তু আমরা তা করছি না। কারণ আমরা বিশ্বাস করি জন্মদিন বা প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জন্য কল্যাণকর হয় এমন কিছুই করা উচিত। তাই আমরা সবাই মিলে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রত্যেকেই ৭টি করে গাছের চারা রোপণ করেছি।”

তিনি আরও বলেন, “সবচেয়ে বড় ও উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, আমাদের রোপিত ওই ৭টি গাছের পরিচর্যা নিজেরাই করব। এখানেও আমাদের স্লোগান রয়েছে ‘গাছ লাগিয়ে পরিচর্যা করব, পরিচ্ছন্ন সবুজ বাংলাদেশ গড়ব।’ ভবিষ্যতে বিডি ক্লিনের সদস্যদের লাগানো গাছগুলোই বাংলাদেশের অক্সিজেন ফ্যাক্টরি এবং বৈশ্বিক উষ্ণতা কমাতে ইতিবাচক প্রভাব ফেলবে।”

২০১৬ সালের ৩ জুন ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ জয়ের লক্ষ্যে যাত্রা শুরু করেছিল স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। সংগঠনটি যত্রতত্র ময়লা ফেলার অভ্যাসের মানসিকতা পরিহার করে পরিচ্ছন্ন মানসিকতা এবং জীবাণুমুক্ত ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Link copied!