• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০, ২৮ শা'বান ১৪৪৬

ছিনতাই ঠেকাতে বিশেষায়িত ৩ ইউনিট, কখন মাঠে নামছে


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৪:০৯ পিএম
ছিনতাই ঠেকাতে বিশেষায়িত ৩ ইউনিট, কখন মাঠে নামছে
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইজিপি বাহারুল আলম। ছবি : সংগৃহীত

ছিনতাই ঠেকাতে পুলিশের ৩টি বিশেষায়িত ইউনিট দ্রুতই মাঠে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, “রাতে ছিনতাই বেড়েছে। দিনেও ছিনতাই বেড়েছে। আমরা বিষয়টি নোটিশে নিয়েছি। বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগবিষয়ক কর্মশালায় যোগদানকালে তিনি এসব কথা বলেন।

বাহারুল আলম বলেন, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), র‍্যাব ও অ্যান্টি টেরোরিজম ইউনিট যৌথ পেট্রোলিং করবে। আজ থেকে এটি বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এভাবে উন্নতি হয় কিনা। না হলে আমাদের অন্য কৌশলে যেতে হবে।”

আইজিপি বলেন, “একটি গোষ্ঠী চাচ্ছে না দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক। চেষ্টা করছে যেভাবে হোক দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে।  তবে বর্তমান সরকার মানবাধিকারের উপরে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।”

অপারেশন ডেভিল হান্টে গুরুত্বপূর্ণ অপরাধীরা ধরা পড়ছেন বলেও উল্লেখ করেন আইজিপি।

Link copied!