হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে ‘অসদাচরণ’ করায় তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে (এআরও) বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোবারা খানম তাদের বরখাস্ত করেন।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, মো. আজিজুল হক, শিমুল চৌধুরী ও আল আমিন। এ ছাড়া আরও দুই কর্মকর্তাকে ঢাকা কাস্টমস হাউজের সদরদপ্তরে ক্লোজ করা হয়েছে।
তথ্যটি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউস জানায়, রোববার (১৫ সেপ্টেম্বর) বিদেশফেরত এক যাত্রীর ব্যাগ চেকিংয়ের সময় তাকে হয়রানি করেন অভিযুক্ত কর্মকর্তারা। এ ঘটনায় প্রকাশিত একটি ভিডিওতে ওই যাত্রীর ব্যাগ খুলে কয়েকজনকে চকলেট নিয়ে খেতে দেখা যায়। পরে বিষয়টি এনবিআর কাস্টম কমিশনারের নজরে আসে।
ঢাকা কাস্টমস হাউস আরও জানায়, কমিশনার বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।