• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

৩ মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করার নির্দেশনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০১:০২ পিএম
৩ মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করার নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আগামী চার মাস সরকারের তিন মন্ত্রণালয় এবং এর আওতাধীন সংস্থা ও কোম্পানিগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) যথাসম্ভব ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার (২৭ অক্টোবর) জ্বালানি উপদেষ্টার এই নির্দেশনার কথা তার মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শীত মৌসুমে নভেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় ও তাদের আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানিগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এর আগে সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমাতে সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিল সরকার।

Link copied!