• ঢাকা
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র ১৪৩০, ২৩ রমজান ১৪৪৬

ভিয়েতনাম থেকে এলো ২৯ হাজার মেট্রিক টন চাল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৯:০০ পিএম
ভিয়েতনাম থেকে এলো ২৯ হাজার মেট্রিক টন চাল
চাল। ফাইল ফটো

ভিয়েতনাম থেকে ২৯ হাজার টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি ওবি দিনারস জাহাজ।

ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে ১ লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে দুটি চালানে ৩০ হাজার ৩০০ টন চাল এরই মধ্যে দেশে পৌঁছেছে।

শনিবার (২২ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম।

ইমদাদ ইসলাম জানান, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Link copied!