আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে গত ১৫ দিনে রাজধানীতে দুই হাজার ৩৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সবশেষ শনিবার (৪ নভেম্বর) বিভিন্ন স্থান থেকে আরও ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৫ নভেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
ফারুক হোসেন জানান, ২১ অক্টোবর ৩১ জন, ২২ অক্টোবর ৪২ জন, ২৩ অক্টোবর ৪২ জন, ২৪ অক্টোবর ৮৫ জন, ২৫ অক্টোবর ১১১ জন, ২৬ অক্টোবর ২০২ জন, ২৭ অক্টোবর ৩৪০ জন, ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন ও সর্বশেষ ৪ নভেম্বর ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফারুক হোসেন আরও জানান, ২৮ অক্টোবরের ঘটনায় এখন পর্যন্ত ডিএমপির রমনা বিভাগের বিভিন্ন থানায় ৮টি, লালবাগে ৫টি, মতিঝিলে ৩০টি, ওয়ারীতে ১২টি, তেজগাঁওয়ে ৫টি, মিরপুরে ১৬টি, গুলশানে ১০টি ও উত্তরায় ৩টিসহ মোট ৮৯টি মামলা করা হয়েছে।