• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশে নিবন্ধিত অনলাইন পোর্টাল ২০৮টি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৩:৫২ পিএম
দেশে নিবন্ধিত অনলাইন পোর্টাল ২০৮টি
সংসদ অধিবেশন। ফাইল ছবি

দেশে এখন পর্যন্ত ২০৮টি অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন পেয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পক্ষে এ তথ্য জানান আইনমন্ত্রী।

আইনমন্ত্রী আরও জানান, অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি ১৬৮টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকেও নিবন্ধন সনদ দেওয়া হয়েছে।

তথ্য প্রতিমন্ত্রী ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি সম্মেলনে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থান করায় আইনমন্ত্রী সংসদে তার হয়ে জবাব দেন।

আইনমন্ত্রী বলেন, “পর্যায়ক্রমে সব অনলাইন পোর্টালকে নিবন্ধনের আওতায় এনে সরকারিভাবে নজরদারি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া দেশের অনিবন্ধিত কোনো অনলাইন সংবাদপত্রে বা অনলাইনভিত্তিক পোর্টালে দেশবিরোধী সংবাদ প্রচার বা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
 

Link copied!