• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

গুলশানে বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ ২


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৩, ০৯:৫২ এএম
গুলশানে বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ ২

রাজধানীর গুলশানের একটি বাসার পাঁচতলায় শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে দুজন অগ্নিদগ্ধ হয়েছেন।

শনিবার (৪ মার্চ) সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন গোপাল মল্লিক ও মিজানুর রহমান। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, গুলশান-২-এর ৬ নম্বর সড়কের ২১ নম্বরের একটি বাসার পাঁচতলায় আগুন লাগার খবর পাওয়া যায়।

প্রায় ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক গোলোযোগের কারণে বাসাটির পঞ্চম তলায় শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র বিস্ফোরিত হয়ে আগুন লাগে।

Link copied!