• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ গ্রুপের মারামারি, নারীসহ আহত ৭


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৬:০৭ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ গ্রুপের মারামারি, নারীসহ আহত ৭
হাসপাতালে চিকিৎসাধীন দুই শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ২ গ্রুপের মারামারিতে নারীসহ ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বাংলামোটরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইমরান সরকার (২১), তেজগাঁও কলেজ শিক্ষার্থী জান্নাতুল মিম (২২), আবরার (২২), আলামিন (২৫), আফসার উদ্দিন (২৫), জাতীয় কবি নজরুল ইসলাম কলেজ শিক্ষার্থী আসিফ (২৪) ও ডেমরা বড় মাদ্রাসা ছাত্র মাসুদ (২৪)।

তথ্যটি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

ফারুক জানান, বাংলামোটর থেকে কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় জরুরি বিভাগে এসেছেন। তাদের সবার চিকিৎসা চলছে।

Link copied!