• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রেললাইন কেটে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ২


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩, ১০:৫০ এএম
রেললাইন কেটে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ২
গাজীপুরে রেললাইন কেটে নাশকতার ঘটনায় মূলহোতাসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে রেললাইন কেটে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রোববার (২৪ ডিসেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি এক খুদেবার্তায় এ তথ্য জানান।

খুদেবার্তায় জানানো হয়, নাশকতার হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে কাটার ও রেললাইন কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

কে এন রায় নিয়তি জানান, এই দুইজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসির এসএজি বিভাগ। ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান সোমবার সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।

গত ১৩ ডিসেম্বর ভোরে গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে একজন নিহত হয়েছেন।

Link copied!