• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ বাংলাদেশি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩, ০৮:২৬ পিএম
লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ বাংলাদেশি
দেশে আসা বাংলাদেশিদের একাংশ। ছবি : সংগৃহীত

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আটক হওয়া ১৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৭টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় বুরাক এয়ারের একটি চাটার্ড ফ্লাইটে তারা দেশে ফিরেন।

বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম কর্মকর্তারা তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেটমানি হিসেবে সাড়ে ছয় হাজার টাকা এবং কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

এরই ধারাবাহিকতায় শিগগিরই অনিয়মিত বাংলাদেশি নাগরিকদের লিবিয়া থেকে অতিসত্বর বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে।

এর আগে ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটক ২৮ নভেম্বর ১৪৩ জন ও ৩০ নভেম্বর ১১০ জনকে বাংলাদেশে ফেরত আনা হয়। এ নিয়ে সর্বশেষ তিনটি চার্টার্ড ফ্লাইটে মোট ৩৯৮ জনকে দেশে ফেরত আনা হয়েছে।

Link copied!