শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৯ ডিসেম্বর) জনসভা করবে ১৪ দলীয় জোট।
দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন এলাকায় এই জনসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
১৪ দলীয় জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা জনসভায় বক্তব্য রাখবেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম জানান, জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে এই জনসভায় যোগ দিবেন।