• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৪ রবিউস সানি ১৪৪৬

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ১২১৮, দুইজনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৮:৫৫ পিএম
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ১২১৮, দুইজনের মৃত্যু
বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এতে অনেকের মৃত্যুও হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২১৮ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন।

সোমবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ১০২, চট্টগ্রাম বিভাগের ২২১, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২৫৪, ঢাকা উত্তর সিটির ২৫৬, ঢাকা দক্ষিণ সিটির ১৬৯, খুলনা বিভাগের ৯১, রাজশাহী বিভাগের ৬৮, ময়মনসিংহ বিভাগের ২১, রংপুর বিভাগের ৩৪ এবং সিলেট বিভাগের ২।

এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান এক হাজার ৭০৫ জন।

Link copied!