২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ রায় দেন।
এর মাধ্যমে ১৭ বছর পর সর্বোচ্চ আদালাতের নির্দেশে চাকরি ফেরত পাচ্ছেন নিয়োগবঞ্চিতরা।
২৭তম বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখে, ২০১০ সালে রায় দেয় আপিল বিভাগ। সে রায় পুনর্বিবেচনা চেয়ে ১ হাজার ১৩৭ জনের পক্ষে গত বছর আলাদা আবেদন করেন ১৪০ জন।
শুনানি নিয়ে গত ৭ নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। এর ধারাবাহিকতায় তিনটি আপিলের ওপর শুনানি হয়।
গত বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। এর আগে এ-সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা তিনটি আপিলের শুনানি শেষ হয়।
২০০৭ সালের ২১ জানুয়ারি প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০ মে সেই ফল বাতিলের সিদ্ধান্ত নেয়।
এরপর একই বছরের ১ জুলাই ফলাফল বাতিল করে পিএসসি।