• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবৈধ পণ্য বিক্রি করতে গিয়ে ১০ ভারতীয় গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৪, ০৩:৫৩ পিএম
অবৈধ পণ্য বিক্রি করতে গিয়ে ১০ ভারতীয় গ্রেপ্তার
গ্রেপ্তার ভারতীয়রা। ছবি : সংগৃহীত

রাজধানীর একটি বাসা থেকে বিপুল পরিমাণ পোশাক ও কসমেটিক্সসহ ১০ ভারতীয়কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে মেরুল বাড্ডার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি জানায়, গ্রেপ্তাররা রেলপথে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে ভারতীয় পণ্য নিয়ে আসত। এদেরমধ্যে ৫ জন ভারতীয় পাসপোর্ট দেখাতে পারলেও বাকিদের পাসপোর্ট নেই।

ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় এসব পণ্য দেশে বিক্রি হতো। বাংলাদেশ থেকে চুরি হওয়া দামি ফোনগুলো কোথায় যায়, মূলত সেগুলোর তদন্ত করতে গিয়েই এই চক্রের খোঁজ পায় তারা।

এই আসামিরা চোরাই ফোনের আইএমই নাম্বার পরিবর্তন করে ভারতে পাঠিয়ে দিতো বলেও জানান ডিএমপির ডিবি প্রধান। যে বাসায় তাদের গোডাউন, সেটির মালিক অনলাইনে এসব পণ্য বিক্রি করতেন বলেও জানিয়েছেন তিনি। 

উল্লেখ্য, শুল্কবিহীন সব ধরনের বৈদেশিক পণ্যই অবৈধ।

Link copied!