সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (১১ জুন) দ্রব্যমূল্য সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।
তপন কান্তি ঘোষ বলেন, প্যাকেটজাত সয়াবিন তেল প্রতি লিটারের দাম ১০ টাকা কমে ১৮৯ টাকা, খোলা তেল ৯ টাকা কমিয়ে ১৬৭ টাকা এবং পাম তেলের দাম ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে।
বাণিজ্যসচিব আরও বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে তেলের দাম লিটারে ১০ টাকা এবং পাম তেলের দাম ২ টাকা কমানো হয়েছে। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।
আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। ১০ টাকা কমিয়ে সেটি ১৮৯ টাকা করা হয়েছে। খোলা তেলের দামও কমে ১৬৭ টাকা করা হয়েছে। পাম তেলের লিটার ১৩৫ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।