রাজধানীতে অভিযান চালিয়ে ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। মোহাম্মদপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (৬ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।
শিহাব করিম বলেন, “সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় থানায় একাধিক জিডি ও মামলা হয়। সাধারণ মানুষ ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে, এতে এলাকার পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এরই পরিপেক্ষিতে র্যাব-২ এ চক্রের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ায়।”
র্যাবের সহকারী পরিচালক আরও বলেন, “বুধবার (৫ জুলাই) রাজধানীর মোহাম্মপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের মূল হোতাসহ ১০ জনসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।”