গণটিকা প্রদান কার্যক্রম

দ্বিতীয় ডোজ নিতে এসেও ভোগান্তি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০৩:৩১ পিএম
দ্বিতীয় ডোজ নিতে এসেও ভোগান্তি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণটিকা কার্যক্রমের আওতায় দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীসহ সারাদেশে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। তবে বুথ কম থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও এলাকার তেজগাঁও মডেল হাই স্কুলে গণটিকা দান কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকে কয়েকশ নারী পুরুষ করোনার দ্বিতীয় ডোজ টিকা নিতে লাইনে দাঁড়িয়েছেন। স্বেচ্ছাসেবীরা তাদের কাছে থাকা তালিকা অনুযায়ী টিকা গ্রহীতাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। এরপর টিকাকার্ড যাচাই-বাছাই শেষে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর টিকা নিচ্ছেন গ্রহীতারা।

টিকা প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকে সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর তারা ভেতরে প্রবেশ করতে পারছেন। অনেকে চার-পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকা নিতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

তাদের অভিযোগ, বুথ সংখ্যা কম, অব্যবস্থাপনা ও স্বজনপ্রীতির কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের।

সকাল আটটায় তেজগাঁও মডেল হাই স্কুলে টিকা নেওয়ার লাইনে দাঁড়ার ব্যবসায়ী আলাউদ্দিন। বেলা ১২টার দিকেও তাকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই প্রতিবেদকের সঙ্গে কথা হলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “সকাল ৮টায় নিচে লাইনে দাঁড়িয়েছি। প্রায় তিন ঘণ্টা পর ভেতরে ঢোকার সুযোগ হয়েছে। এখন আবার আধ ঘণ্টা ধরে ভেতরে লাইনে দাঁড়িয়ে আছি। কখন টিকা নিবো জানা নেই। এটা সাধারণ মানুষের জন্য ভোগান্তি।”

আব্দুল মতিন নামের আরেক টিকা প্রত্যাশী অভিযোগ করে বলেন, “আমরা লাইনে দাঁড়িয়ে টিকা নিতে পারছি না। অথচ অনেকে লাইন ভেঙে টিকা নিয়ে চলে গেছে। যদি সুশৃঙ্খলভাবে সবকিছু তদারকি করা হতো তাহলে হয়তো সাধারণ মানুষকে এত ভোগান্তি পোহাতে হতো না।”

রশিদ মিয়া নামের আরেকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা তো কাজ করি। টিকা নেওয়া জন্য এক ঘণ্টা ছুটি নিয়ে আসছি। কিন্তু চার ঘণ্টায়ও টিকা নিতে পারিনি। আমাদের তো কাজ আছে তাই না।”

শুধু পুরুষ নয়, নারীদেরও দীর্ঘ সময় অপেক্ষার পর টিকা নিতে হচ্ছে। তবে বৃদ্ধদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে দেখা গেছে। যদিও সরকার প্রথম দুই ঘণ্টা নারী ও বৃদ্ধদের টিকা দেওয়ার টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে।

নারী ও বৃদ্ধদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই কেন্দ্রের দায়িত্বে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীম হাসান। তিনি বলেন, “যখনই কোনো বৃদ্ধ ও নারী আসছেন, সঙ্গে সঙ্গে তাদের টিকা দেওয়া হচ্ছে। তবে যেহেতু আমাদের বুথ সংখ্যা কম তাই টিকা প্রত্যাশীদের কিছুক্ষণের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে।”

স্বজনপ্রীতির অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, “এখানে কোনো স্বজনপ্রীতি করা হচ্ছে না। তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেককেই অবশ্যই টিকা দেওয়া হচ্ছে।”

ঢাকা দুই সিটি করপোরেশনের এবার ১২৯টি কেন্দ্রে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশনে ৫৪টি কেন্দ্রে এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৭৫টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। গত ৭ ও ৮ আগস্ট যারা গণটিকার প্রথম ডোজ নিয়েছেন তারা ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ নিবেন। ৯ ও ১০ আগস্ট যারা প্রথম ডোজ নিয়েছেন তারা দ্বিতীয় ডোজ নিবেন ৮ সেপ্টেম্বর এবং যারা ১১ ও ১২ আগস্ট প্রথম ডোজ নিয়েছেন তারা দ্বিতীয় ডোজ নিবেন ৯ সেপ্টেম্বর। এই তিনদিনে যারা দ্বিতীয় ডোজ নিতে পারবেন না তাদের জন্য ১০ সেপ্টেম্বর টিকা দানের ব্যবস্থা করা হয়েছে। তবে ঢাকার দুই সিটি ছাড়া দেশের অন্যান্য স্থানে আগের মতোই ছয় দিনব্যাপী টিকা দেওয়া করা হবে। অর্থাৎ যারা ৭ আগস্ট প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা ৭ সেপ্টেম্বরই দ্বিতীয় ডোজ নেবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গণটিকা কার্যক্রমের আওতায় সারাদেশে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে প্রায় ৩২ লাখ মানুষ। ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়েছে এক লাখ ১৩ হাজার ৪০০ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে নিয়েছে এক লাখ ৫৭ হাজার ১৩৩ জন।

 

Link copied!