• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৯:১৬ এএম
পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা

পিলারের পর এবার পদ্মা সেতুর স্প্যানের সঙ্গে ধাক্কা লেগেছে ফেরির। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

৩ ও ৪ নম্বর খুঁটির মাঝখানে ১-বি স্প্যানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির সংঘর্ষ হয়। স্প্যানের সঙ্গে ধাক্কায় ফেরিটির মাস্তুল ভেঙে গেছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

ফেরিটি নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়া যাচ্ছিল বলে জানা গেছে। দুর্ঘটনায় পদ্মা সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

গত ৯ আগস্ট একই পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এর আগে ২৩ জুলাই ১৭ নম্বর পিলারের ‘শাহজালাল’ নামে রো রো ফেরির ধাক্কা লাগে। এতে ফেরির অন্তত ২০ জন যাত্রী আহত হন।

সোমবার (২৩ আগস্ট) সকালে সেতুর শেষ স্লাব বসানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মা সেতুতে মোট ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্লাব বসানো হয়েছে।

স্ল্যাব বসানোর মাধ্যমে যে কংক্রিটের পথ তৈরি হলো, এর ওপরে প্রথমে দুই মিলিমিটারের পানিনিরোধক একটি স্তর বসানো হবে। এটি ‘ওয়াটারপ্রুফ মেমব্রেন’ নামে পরিচিত। এটি অনেকটা প্লাস্টিকের আচ্ছাদনের মতো। এর ওপর কয়েক স্তরের পিচঢালাই হবে। সব মিলিয়ে পুরুত্ব হবে প্রায় ১০০ মিলিমিটার।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, ২০২২ সালের এপ্রিলে পুরো কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!