• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

অনুমোদন পেলে শিগগিরই এনআইডি পাবে ১৮‍‍-এর কম বয়সীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ১০:৩৮ এএম
অনুমোদন পেলে শিগগিরই এনআইডি পাবে ১৮‍‍-এর কম বয়সীরা

১৮ বছরের কম বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৩ আগস্ট) ইসির সভাকক্ষে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকটি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান।

ইসি কর্মকর্তা জানান, ইসি সচিবালয়ের প্রস্তাবে কমিশনের অনুমোদন প্রয়োজন। অনুমোদন দিলে সেপ্টেম্বর থেকেই ১৮ বছরের কম বয়সীরা এনআইডি নিতে পারবে।

এদিকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার লক্ষ্যে সরকার সব বয়সীদের করোনা টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে ১৮ বা তার চেয়ে বেশি বয়সীরা টিকা নিবন্ধনের অনুমোদন পেয়েছে।

৮ আগস্ট এনআইডি অনুবিভাগ এই বিষয়ে সভা করেছে। যেখানে সিদ্ধান্ত হয়েছে ১ জানুয়ারি ২০০৬ বা এর আগে যাদের জন্ম, তাদের এনআইডি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Link copied!