• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

‘পরীমনিকে রিমান্ডের নামে হয়রানি করা হচ্ছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৩:১৬ পিএম

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির আরও এক দিন রিমান্ড মঞ্জুর করেছেন মহানগর মুখ্য আদালত। 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এ আদেশ দেন।

শুনানি শেষে পরীমনির আইনজীবী মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, “পরীমনিকে আবারও রিমান্ড দেওয়ার জন্য প্রসিকিউশন পক্ষ আদালতে যে যুক্তিগুলো দিয়েছে, এই সমস্ত যুক্তি ইতিপূর্বে দুইবার নিয়ে এসেছেন। একই যুক্তি নিয়ে বারবার রিমান্ডে দিয়ে পরীমনিকে হয়রানি করা হয়েছে। পরীমনিকে রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এটি দেশের প্রচলিত আইন সমর্থিত নয়।”

কোনো আসামি যদি জেলে চলে যায় তাহলে পুনরায় রিমান্ডে নিয়ে পুলিশ হেফাজতে নেওয়া ব্যতিক্রমী ঘটনা।” 

মুজিবুর রহমান আরো বলেন, “যদি রিমান্ডের বিশেষ প্রয়োজন হয়, বিধান অনুযায়ী যে কারণগুলো আদালতে দেখা হয় সেগুলো একটাও নাই। তবুও বিজ্ঞ আদালত মনে করেছেন, তাকে একদিনের রিমান্ড দেওয়া যায়। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল।”

পরীমনির আইনজীবী আরো বলেন, “আমরা আদালতকে বলেছিলাম,পরীমনির কিছু ছবি আছে, সেগুলোর শুটিং চলছে। দীর্ঘদিন রিমান্ডের কারণে সে অসুস্থ। জেল হাজতেও সে কোয়ারেন্টিনে আছে। পরীমনির লাইফস্টাইল অনুযায়ী সে ওখানে থাকতে পারছে না। সে ভার্টিগো রোগে আক্রান্ত। মানসিক ও শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়েছে। এ কারণে একজন মহিলা এবং চিত্রনায়িকা হিসেবে বিবেচনা করে তাকে জামিন দেওয়া হোক।”

এই আইনজীবী আরো বলেন, “আমরা আদালতকে বলেছিলাম, পরীমনিকে জামিন দেন। জামিন দিলে সে পালাতে পারবে না। সে একজন প্রখ্যাত ব্যক্তি। সারা দেশের মানুষ তাকে চেনে। এমনকি বিশ্বের মানুষ তাকে নায়িকা হিসেবে জানে।”

এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮টা ২৫ মিনিটে কাশিমপুর কারাগার থেকে পরীমনিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আনা হয়। সেখানে প্রথমে তাকে হাজতখানায় রাখা হয়েছিল। 

গত ১৬ আগস্ট মাদক মামলায় পরীমনির জামিন চাওয়া হয়েছিল। তবে তার বিরুদ্ধে ফের ৫ দিনের রিমান্ড আবেদন করেন সিআইডির তদন্ত কর্মকর্তা। তাই বুধবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির বিষয়ে ১৯ আগস্ট দিন ধার্য করা করেন। রিমান্ড আবেদন পেন্ডিং থাকায় সেদিন জামিন আবেদনের শুনানি গ্রহণ করেননি আদালত।

নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতি ঢাকার চলচ্চিত্রে পরীমনি নামে অভিষিক্ত হন ২০১৫ সালে। সম্প্রতি এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেন তিনি।

Link copied!