• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

এখনই বন্ধ হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ০৯:৩১ এএম
এখনই বন্ধ হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। তবে এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও এক সপ্তাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (৯ জানুয়ারি) রাতে সরকারের কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৈঠক শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও করোনা নিয়ন্ত্রণে পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান।

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “এখনই বন্ধ হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে আরও এক সপ্তাহ। এরপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।”

অধ্যাপক নজরুল ইসলাম আরও, “বৈঠকের আনুষঙ্গিক অনেক বিষয়েই আলোচনা হয়েছে। বিধিনিষেধ এলেও তা জানিয়ে দেওয়া হবে।”

জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এই বৈঠকের বিষয়ে সোমবার ১১টায় সময় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

Link copied!