• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফের কমল সূচক ও লেনদেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০৫:০৪ পিএম
ফের কমল সূচক ও লেনদেন

সূচকের পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

এদিন ডিএসই’র সূচক কমেছে ১১ পয়েন্ট। সূচকের পাশাপাশি বাজারে কমেছে লেনদেনও। 

ডিএসইর তথ্য মতে, এদিন বাজারে ৩৭৭টি প্রতিষ্ঠানের ১৭ কোটি ১ লাখ ২৪ হাজার ২৩০টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৯৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

এছাড়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক ১১ পয়েন্ট কমে ৬ হাজার ৬৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে কমেছে ৪ পয়েন্ট, আর ডিএস-৩০ সূচক কমেছে ১ পয়েন্ট। 

সূচক পতনের দিনে ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩৫ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৭২ কোটি ৬০ লাখ ৫৭ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

Link copied!