• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০১:১৮ পিএম
সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাফ পাসের দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা হাফ পাস ও এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপনের দাবি জানান।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা।

ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কলেজসহ রাজধানীর বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এই সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছেন। 

এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে মিরপুর রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। যদিও শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সসহ ছোট ছোট গাড়ি ছেড়ে দিচ্ছেন।

শিক্ষার্থীরা জানান, তাদের বাস ভাড়া অর্ধেক করতে হবে। এছাড়া হাফ ভাড়া নিয়ে বাসশ্রমিকরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তাই এ বিষয়ে তারা সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ চান।

শিক্ষার্থীরা আরও জানান, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। 

এর আগে মঙ্গলবার সকালে বাসে হাফ পাস ভাড়া ও এ বিষয়ে সরকারিভাবে প্রজ্ঞাপন জারির দাবিতে বকশীবাজার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। 

 

Link copied!