• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‍‍‘সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে নির্বাচন‍‍’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০১:১০ পিএম
‍‍‘সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে নির্বাচন‍‍’

বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন যথাসময়ে হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের।

বুধবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপির কে বা কারা থাকবেন, কী থাকবেন না, তা নির্বাচনের ওপর প্রভাব পড়বে না। সংবিধান অনুযায়ী নির্বাচন যথাসময়েই হবে।”

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে মন্ত্রী বলেন, “উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার আর জাদুঘর থেকে ফিরে আসবে না।”

এর আগে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। এরপর জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে জাতীয় তিন নেতার কবরে শ্রদ্ধা নিবেদন করে।

সেখানে ওবায়দুল কাদের বলেন, “বঙ্গবন্ধুর পর জাতীয় চার নেতাকে হত্যার পর দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। উগ্র সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করাই এখনকার চ্যালেঞ্জ। সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক শক্তিকে এক হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করতে হবে।”

Link copied!