• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

৯ দফা দাবিতে রামপুরা সড়কে শিক্ষার্থীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০২:১০ পিএম
৯ দফা দাবিতে রামপুরা সড়কে শিক্ষার্থীরা

নিরাপদ সড়ক চেয়ে ৯ দফা দাবিতে অবস্থান নিয়েছেন রামপুরা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীরা।

রোববার সকাল থেকে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নিয়ে আন্দোলন করছেন তারা। 

তাদের হাতে রয়েছে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। বিভিন্ন স্লোগানও দিচ্ছেন তারা।

একটি স্লোগান হলো ‘দিয়ে দিয়ে আশ্বাস, আর ভেঙো না বিশ্বাস’। আন্দোলনরত শিক্ষার্থীদের কাছাকাছি পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হওয়ার ঘটনায় বিচার, বাসভাড়ায় হাফ পাস ও নিরাপদ সড়কের দাবিতে সম্প্রতি সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার ৯ দফা দাবি ঘোষণা করে সড়ক ছাড়েন তারা। এ সময় শুক্রবারের মধ্যে দাবি মানা না হলে আবারও আন্দোলন শুরু করার ঘোষণা দেওয়া হয়।

সম্প্রতি ডিজেলের মূল্যবৃদ্ধির পর রাজধানীর সড়কে এবং দূরপাল্লার বাসের ভাড়া বৃদ্ধি করেন পরিবহন মালিকেরা। এর পরই এ আন্দোলনের শুরু। এরই মধ্যে গত বুধবার কলেজে যাওয়ার পথে গুলিস্তানে রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় নিহত হন নাঈম হাসান।

এর পরদিন বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় নিহত দৈনিক সংবাদের সংবাদকর্মী আহসান কবির।

এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে সারা দেশে বিআরটিসির বাসে ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

Link copied!