• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

৮০ হাজার বন্দিকে করোনা টিকা দিতে চিঠি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০৯:৫৯ এএম
৮০ হাজার বন্দিকে করোনা টিকা দিতে চিঠি

দেশের সব কারাগারে থাকা প্রায় ৮০ হাজার বন্দিকে করোনা টিকার আওতায় আনার জন্য় স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চিঠি দিয়েছে কারা কর্তৃপক্ষ।

রোববার (২২ আগস্ট) এ তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান জানান, করোনা টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠানো হয়েছে। প্রায় ১৫ হাজার সাজাপ্রাপ্ত কয়েদি অগ্রাধিকার পাবেন।

কারা মহাপরিদর্শক বলেন, “এটা এখন খুবই প্রয়োজন, আশা করছি আমরা টিকা পেয়ে যাব।”

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশীদ আলম জানান, কারাবন্দিদের টিকা দেওয়ার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তবে পরিকল্পনা আছে। আগামীতে দেশে আসা করোনা টিকা থেকে কারাবন্দিদের জন্য় বরাদ্দ রাখা হবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন প্রায় সাড়ে ৯ হাজার বন্দি। সারা দেশে কারাগারে থাকা প্রায় ৮০ হাজার বন্দির কেউই টিকা পাননি। কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা কম। আক্রান্তদের পৃথক কক্ষে রাখা হয়।

Link copied!