• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

৭ বাংলাদেশি আফগানিস্তানে স্বেচ্ছায় আছেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০৯:৫৭ পিএম
৭ বাংলাদেশি আফগানিস্তানে স্বেচ্ছায় আছেন

৭ বাংলাদেশি আফগানিস্তানে স্বেচ্ছায় আছেন, এটি আমাদের জন্য একটি তাৎপর্যপূর্ণ পয়েন্ট বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “১০ জন বাঙালি এখনো আফগানিস্তানে আছেন। এর মধ্যে তিনজন উন্নয়নকর্মী। বাকি সাতজন সেখানে স্বেচ্ছায় আছেন। এটি আমাদের জন্য একটি তাৎপর্যপূর্ণ পয়েন্ট। তারা সেখানে একটি স্বস্তিদায়ক পরিবেশ পাচ্ছে।”

তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের স্বীকৃতির বিষয়ে জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, “আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এখনই স্বীকৃতি দিচ্ছে না। এ নিয়ে বাংলাদেশ তাড়াহুড়া করতে চায় না। কারণ, এটি তাদের অন্তর্বর্তীকালীন সরকার। আমরা স্থায়ী সরকারের জন্য অপেক্ষা করব। এ বিষয়ে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তবে দেশটির উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপক্ষীয় উদ্যোগ নেওয়া হলে, তাতে ঢাকার সমর্থন থাকবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!