• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আমরণ অনশন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০১:৩৬ পিএম
৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আমরণ অনশন

বেসরকারি শিক্ষক নিয়োগের বিশেষ বিজ্ঞপ্তির পরিবর্তে ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে প্রত্যাশী শিক্ষক নিবন্ধন ফোরাম।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি।

এসময় প্রত্যাশী শিক্ষক নিবন্ধন ফোরাম জানায়, “সাতদিন ভাইভা চলমান থাকায় আমরা ১৬তম নিবন্ধনধারীরা ৩য় গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। সাবেক চেয়ারম্যান ও সচিব স্যার ১৬তম নিবন্ধনধারীদের বয়স ৩৫ বছর অতিক্রম হবে বিবেচনায় গত আগস্ট/সেপ্টেম্বরে অর্থাৎ মুজিব বর্ষেই ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন।”

সংগঠনটি আরও জানায়, “চলতি বছরের ২৬ জানুয়ারি বর্তমান (এনটিআরসিএ) সচিব স্যারের সঙ্গে কথা বললে তিনি প্রায় অর্ধ লাখ পোস্ট ফাঁকা থাকার বিপরীতে সীমিত পরিসরে নারী কোটা এবং নন-এমপিও পোস্টে চলমান মানেই বিশেষবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাচ্ছেন। গণবিজ্ঞপ্তি না হলে প্রতিদিন শত শত নিবন্ধনধারী শিক্ষক হওয়া থেকে ঝরে যাচ্ছেন। তাই এই অপূরণীয় ক্ষতি সাধনে জাতির বেকারত্ব নিরসনে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এটাই আমাদের একমাত্র অবলম্বন। বয়সের বিবেচনা করে দ্রুত বিশেষ বিজ্ঞপ্তির পরিবর্তে মুজিব বর্ষেই ৪র্থ গণবিজ্ঞতি প্রকাশের দাবি জানাচ্ছি।”

তাদের দাবিগুলো হলো-

০১. বিশেষ কালক্ষেপণ না করে বয়স বিবেচনায় ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ চাই।

০২. মুজিব বর্ষেই ৪র্থ বিজ্ঞপ্তি চাই।

০৩. ১৬তম সকল নিবন্ধনধারীদের আবেদনের সুযোগ চাই।

০৪. পদশূন্য থেকে যাওয়া রক্ষার্থে মুজিব বর্ষেই ইনডেক্সধারী মুক্ত ৪র্থ গণবিজ্ঞপ্তি চাই।

একই দিন দুপুর ২টা থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) অফিসের সামনে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে ১৬তম সকল শিক্ষক নিবন্ধিত প্রার্থীসহ উপস্থিত থাকবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের সিদ্ধান্ত অটল থাকবে বলে জানা গেছে।
 

Link copied!