• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

৩ দিন পর করোনায় মৃত্যু দেখল দেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ০৭:৫১ পিএম
৩ দিন পর করোনায় মৃত্যু দেখল দেশ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর ফলে করোনায় টানা তিনদিন পর মৃত্যু দেখল বাংলাদেশ। এর আগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ১১৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

শুক্রবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২৭৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১০৮ জন। আগের ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৯১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২৩৩। আগের দিনের চেয়ে করোনা সংক্রমণ কমেছে দশমিক ৫৩ শতাংশ। সংক্রমণের হার ছিল ১ দশমিক ৬৯ শতাংশ। আজ তা কমে হয়েছে ১ দশমিক ১৬ শতাংশ। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ১ হাজার ৭০২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭ জন। শনাক্তের হার দশমিক ১৭ শতাংশ। বৃহস্পতিবার এই হার ছিল ১ দশমিক ৭২ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আজ মৃতদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একজন করে।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৮ হাজার ৬২০ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ৮০ শতাংশ।

Link copied!