• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

৩২২ জনকে টপকে সিইসি হলেন আউয়াল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৯:১৪ পিএম
৩২২ জনকে টপকে সিইসি হলেন আউয়াল

৩২২ জনের নাম জমা পড়ে সার্চ কমিটির কাছে। সবাইকে টপকে নতুন নির্বাচন কমিশনার হন সাবেক সচিব কাজী হাবিবুল আউয়াল। ২০১৭ সালে অবসরে যাওয়ার পর একটি বেসরকারি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন তিনি।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি আগামী পাঁচ বছর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিসিএসের ১৯৮১ ব্যাচের এই কর্মকর্তা এর আগে ধর্ম, সংসদ সচিবালয়েও সচিবের দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে বিদায় নেওয়ার পর ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছিলেন নতুন সিইসি।

শনিবার সন্ধ্যায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলে, ডা. জাফরুল্লাহ চৌধুরী জাতীয় সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশন গঠনের জন্য যে আটজনের নাম প্রস্তাব করেছিলেন সেখানে আট নম্বরে কাজী হাবিবুল আউয়ালের নাম ছিল।

জাহাঙ্গীর আলম মিন্টু আরও বলেন, “গত ১২ ফেব্রুয়ারি দুপুরে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে সার্চ কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেখানে জাতীয় সার্চ কমিটির কাছে আটজনের নাম প্রস্তাব করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।

এদিকে আজ সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় সাবেক সচিব কাজী হাবিবুল আউয়াল গণমাধ্যমকে বলেন, “আরোপিত দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব।”

গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি। নির্বাচন বিষয়টি আপেক্ষিক উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, “সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আর সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা প্রত্যাশা করি।”

আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পাওয়া কাজী হাবিবুল আউয়াল সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন। অপর চার নির্বাচন কমিশনার করা হয়েছে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং সাবেক জে্যষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, নতুন ইসি গঠনের চূড়ান্ত তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। এখন তারা প্রজ্ঞাপন জারি করবে।

প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের লক্ষ্যে ১০ জনের নাম সুপারিশের জন্য গত ৫ ফেব্রুয়ারি ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে এর প্রধান করা হয়।

Link copied!