• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

২৭ এপ্রিল থেকে গার্মেন্টস ছুটি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২, ০৫:১৫ পিএম
২৭ এপ্রিল থেকে গার্মেন্টস ছুটি

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে উদযাপন হবে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। তারই পরিপ্রেক্ষিতে আগামী ২৭ এপ্রিল থেকে গার্মেন্টস শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার (১০ এপ্রিল) সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ কর্মপন্থা গ্রহণে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “২৭ এপ্রিল থেকে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবে। বিষয়টি বিজিএমইএ ও বিকেএমইএ’র মাধ্যমে আমাদের জানানো হয়েছে। রাস্তা ও নৌপথে অতিরিক্ত চাপ যেন তৈরি না হয়, সেটি নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, “যে ফেরিগুলো ডকইয়ার্ডে আছে, মেরামতের জন্য এগুলো দ্রুত ঠিক করে ঈদের যানবাহন পরিবহনের জন্য প্রস্তুত হয়ে যাবে। এবার ৫১টি ফেরির সেবা বিভিন্ন নৌ-রুটে দিতে পারবো।”

Link copied!