ঘটনাবহুল ২০২১ বিদায় নিচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রনের সতর্কবার্তা দিয়ে। বছর জুড়ে ডেল্টা ধরনের তাণ্ডবে বহু মানুষের মৃত্যু দেখেছে দেশ। তবে মহামারির কালো ছায়া ছাপিয়ে বছরটি ছিল নানা ঘটনা ও বিতর্কের নীরব সাক্ষী। বিশেষত গুলশানে কলেজছাত্রী মোসরাত জাহান মুনিয়া হত্যাকাণ্ডসহ আসামির খালাস নিয়ে ছিল শোরগোল পুরো বছর।
পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি। এছাড়া ডিজেলের মূল্যবৃদ্ধি, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার কারাদণ্ডসহ করোনা পরিস্থিতির মধ্যেও দুর্নীতি-অনিয়ম-হত্যাকাণ্ডের ঘটনায় রায় ও সাজা নিয়ে ব্যস্ত ছিল বছরটি।
গুলশানের ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মুনিয়ার মরদেহ উদ্ধার
বিদায়ী বছরের ২৬ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি ফ্ল্যাট থেকে মোসরাত জাহান মুনিয়া নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, মোসরাত জাহান মুনিয়া নামের ওই তরুণীর গ্রামের বাড়ি কুমিল্লায়। গত মার্চ মাস থেকে সে গুলশান ২ নম্বর রোডের ১২০ নম্বর বাসার একটি ফ্ল্যাটে থাকতেন। সোমবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঐ বাসায় গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
এরপর কলেজছাত্রী মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনা নানা রহস্যের জন্ম দেয়।
জানা যায়, গুলশানের লাখ টাকা ভাড়ার বাসায় ওই কলেজছাত্রী একাই থাকতেন। ঘটনার পর তার পরিবারের দায়ের করা মামলায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে।
মামলা দায়েরের পর আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। ঘটনার পর আনভীরের সঙ্গে মুনিয়ার অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয়। ওই তরুণীর সঙ্গে আনভীরের কি সম্পর্ক ছিল। মুনিয়া আত্মহত্যা করে থাকলে কেন করেছেন।
মুনিয়ার ‘আত্মহত্যা’: মামলা থেকে বসুন্ধরার এমডিকে অব্যাহতি
রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে কলেজ শিক্ষার্থী মোসরাত জাহান মুনিয়ার ‘আত্মহত্যা’য় প্ররোচনার মামলা থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বুধবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এই আদেশ দেন।
এর আগে গত ১৯ জুলাই সায়েম সোবহান আনভীরকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক আবুল হাসান।
সেই প্রতিবেদনের গ্রহণযোগ্যতার বিষয়ে গত মঙ্গলবার (১৭ আগস্ট) শুনানির দিন ধার্য ছিল। ওইদিন সকালে মামলার বাদী নুসরাত জাহান তানিয়ার পক্ষে আইনজীবী মাসুদ সালাউদ্দিন চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করেন।
ওই আবেদনের উপর শুনানি শেষে বিচারক নথি পর্যালোচনায় আদেশের জন্য রাখেন। পরে নারাজির আবেদন নাকচ করে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আদেশ দেন আদালত। আদেশে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।
দেশজুড়ে টিকাদান কর্মসূচি
দেশে করোনাভাইরাসের সংক্রমণের ১১ মাস পর শুরু হয় টিকাদান। সারা দেশের সরকারি-বেসরকারি এক হাজার ৫টি হাসপাতালে বিদায়ী বছরের ৬ ফেব্রুয়ারিতে করোনার টিকা প্রদান শুরু হয়। শুরুর দিন ৩ লাখ ৬০ হাজার মানুষকে টিকা দেওয়া হয় বলে জানানয় স্বাস্থ্য অধিদপ্তর।
একনজরে
* ১০০৫টি হাসপাতালে টিকা দেওয়া হয়। ঢাকায় দেওয়া হয় ৫০টি হাসপাতালে।
* সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলে টিকা প্রদান।
* কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করা যা, তবে টিকা নিতে হবে অন্যদিন।
* প্রথম দিন টিকা দেওয়ার সময় গ্রহীতাকে বলে দেওয়া হয় দ্বিতীয় ডোজের তারিখ।
এর আগে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে করোনার টিকা দেওয়া হয়। এর পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে টিকা দেওয়া হয়।
এস কে সিনহার ১১ বছরের কারাদণ্ড
গত ৯ নভেম্বর ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে ১১ বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম।
এছাড়া এস কে সিনহার ৭৮ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। মানিলন্ডারিং আইনে এস কে সিনহাকে সাত বছর কারাদণ্ড ও ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও অর্থ আত্মসাতের মামলায় চার বছর ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ মামলায় ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), রণজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়কে দেওয়া হয়েছে তিন বছরের কারাদণ্ড। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন ও ফারমার্স ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারীকে তিন বছর কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
২০১৯ সালের ১০ জুলাই মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা করেন সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
২০১৯ সালের ১০ ডিসেম্বর আদালতে এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহমেদ। ২০২০ সালের ১৩ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় সাক্ষ্য দেন ২১ জন।
দিয়াবাড়ী থেকে আগারগাঁও এলো মেট্রোরেল
গত ১২ ডিসেম্বর (রোববার) পরীক্ষামূলক যাত্রার (পারফরম্যান্স টেস্ট) অংশ হিসেবে উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করল মেট্রোরেল। তবে এতে কোনো যাত্রী ছিল না।
সর্বোচ্চ ১৫ কিলোমিটার গতিতে ট্রেনটি দিয়াবাড়ী থেকে আগারগাঁও রেলস্টেশনে পৌঁছায়। পথে ৯টি স্টেশন অতিক্রম করে ট্রেনটি। কোনো কোনো স্থানে ট্রেনের গতি ছিল ১৫ কিলোমিটারের কম। এর আগে সকাল ৯টা ৩৯ মিনিটে উত্তরার দিয়াবাড়ী রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে মেট্রোরেলটি।
ঢাকা নগর পরিবহনের যাত্রা শুরু
রাজধানীর গণপরিবহনে দুর্ভোগ নিরসনে বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে রোববার (২৬ ডিসেম্বর) ‘ঢাকা নগর পরিবহন’ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বিআরটিসির ৩০টি ডাবল ডেকারসহ ৫০টি বাস দিয়ে পরীক্ষামূলকভাবে কেরাণীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর রুটে কার্যক্রম শুরু হয়। আগামী দুই মাসের মধ্যে এ রুটে বাসের সংখ্যা ১০০-তে উন্নীত করা হবে। ঢাকা নগর পরিবহনে প্রথম দিন থেকেই ই-টিকিটিং সিস্টেম চালু করা হয়।
এছাড়া এ রুটে প্রতিটি বাসের চালক-স্টাফদের নির্দিষ্ট পোশাক থাকবে। সেই সঙ্গে তাদের আইডি কার্ড ঝোলানো অবস্থায় থাকবে গলায়।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি
বিদায়ী বছরের ৪ নভেম্বর থেকে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১৫ টাকা করে বাড়ানো হয়।
একইসঙ্গে লিটারপ্রতি দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করেছে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বর্তমান ক্রয়মূল্য বিবেচনা করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ডিজেলে লিটারপ্রতি ১৩.০১ এবং ফার্নেস অয়েলে লিটারপ্রতি ৬.২১ টাকা কমে বিক্রয় করায় প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান দিচ্ছে। অক্টোবরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিভিন্ন গ্রেডের পেট্রোলিয়াম পণ্য বর্তমান মূল্যে সরবরাহ করায় মোট ৭২৬.৭১ কোটি টাকা লোকসান হয়।
ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস
ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক সম্প্রতি অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস হয়। একটি পরীক্ষায় গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা ছদ্মবেশ ধারণ করে প্রশ্নফাঁস চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে।
তাদের কাছ থেকে পাওয়া তথ্যে ডিবি বলছে, ব্যাংকের পরপর চারটি নিয়োগ পরীক্ষাতেই প্রশ্নফাঁস করেছে চক্রটি। আর চক্রে জড়িত ও গ্রেপ্তারদের তিনজনই সরকারি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা।
গাসিক মেয়র জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত
গত ২৫ নভেম্বর আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুরের মেয়র মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। সেইসঙ্গে গাজীপুর সিটি করপোরেশনে তিন সদস্যের একটি প্যানেল মেয়র গঠন করা হয়।
জমি দখলসহ মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে অনেক অভিযোগ মন্ত্রণালয়ে জমা হয়। এসব অভিযোগ প্রমাণিত হলে তাকে মেয়র পদ থেকে অপসারণ করা হবে বলেও জানিয়েছিলেন স্থানীয় সরকারমন্ত্রী।
এর আগে গত ১৯ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ দল থেকে আজীবনের জন্য জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়। তার স্থলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলকে।