• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

১৫-১৭ ডিসেম্বর যেসব সড়কে চলাচলে নিয়ন্ত্রণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৮:৪৫ এএম
১৫-১৭ ডিসেম্বর যেসব সড়কে চলাচলে নিয়ন্ত্রণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৫ থেকে ১৭ ডিসেম্বর রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে রাখবে প্রশাসন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ডিএমপি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন সড়কে চলাচল বন্ধ থাকবে। এসব সড়কে গণপরিবহন ও ব্যক্তিগত যান চলাচল করতে দেওয়া হবে না। দেশি-বিদেশি রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের চলাচল সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ৩০মিনিটে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে স্বাগত জানাবেন। সকালে বঙ্গভবন থেকে বিমানবন্দর যাওয়ার সড়ক একাধিকবার বন্ধ রাখা হবে। ভারতের রাষ্ট্রপতি বিমানবন্দর থেকে সাভার স্মৃতিসৌধে যাবেন, দুপুরে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। ওই সময় মিরপুর সড়ক বন্ধ থাকবে। বিকালে রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাবেন। এ সময় শাহবাগ, কাকরাইল, প্রেসক্লাব, রাজউক ও মৎস্য ভবন এলাকার সড়ক বন্ধ থাকবে।

বিজয় দিবস ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার স্মৃতিসৌধে যাবেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা ঢাকায় ফিরবেন। এই সময় বঙ্গভবন ও গণভবন থেকে গাবতলী-সাভার সড়কে স্বাভাবিক যান চলাচল বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা গণভবন থেকে ধানমন্ডি ৩২ নম্বর যাবেন। সকাল ৯টা ৫০ মিনিটে প্রথমে জাতীয় প্যারেড গ্রাউন্ডে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সকাল ১০টায় সেখানে যাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই সময় বঙ্গভবন থেকে আগারগাঁও প্যারেড গ্রাউন্ড এবং গণভবন থেকে আগারগাঁওয়ের বিভিন্ন সড়ক বন্ধ থাকবে। বিকেল ৩টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। বিদেশি অতিথিরাও সেখানে যাবেন। এই সময় সড়কে চলাচল বন্ধ রাখা হবে।

১৭ ডিসেম্বর সকালে ভারতের রাষ্ট্রপতি ঢাকার রমনার কালীমন্দিরে যাবেন। সেখানে মন্দিরের সংস্কারকৃত অংশ উদ্বোধন এবং কমিটির সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৩টায় তিনি প্যান প্যাসিফিক সোনারগাঁও থেকে শাহজালাল বিমানবন্দরে যাবেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকবে। বিকেল ৩টায় বাংলাদেশের  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানে যোগ দেবেন। বঙ্গভবন থেকে সংসদ ও গণভবন থেকে সংসদের বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ।

Link copied!