রাজধানীর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে জামিন দিয়েছেন আদালত।
বুধবার (২৪ নভেম্বর) সকালে ঢাকার অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে চার মামলার মধ্যে চারটিতেই জামিন পেলেন হেলেনা। ফলে তার মুক্তিতে আর বাধা নেই বলে আদালত সূত্র জানায়।
এর আগে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণা মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। হেলেনা গ্রেপ্তার হওয়ার পর ঢাকার পল্লবী থানায় গত ২ অগাস্ট মামলাটি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক শাহীনূর ইসলাম জানান, সোমবার (২২ নভেম্বর) বিকেলে চার্জশিট দেওয়া হয়েছে। অন্যান্য মামলাগুলোর তদন্ত এখনো চলছে।
এদিকে অন্য মামলাগুলোর অভিযোগপত্রও ‘খুব শিগগিরই’ আদালতে পাঠানো হবে বলে জানান সিআইডির আরেক কর্মকর্তা পরিদর্শক সাজেদা লতা।
হেলেনার বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে, ডিজিটাল নিরাপত্তা আইনে এবং মাদক আইনসহ মোট ৪টি মামলা করা হয়েছে।
গত ২৯ জুলাই গুলশানের বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে র্যাব। গত ২ আগস্ট ভোলার আব্দুর রহমান তুহিন নামের এক ব্যক্তি প্রতারণার মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, হেলেনার মালিকানাধীন আইপি টিভি জয়যাত্রার ভোলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার নামে তুহিনের কাছ থেকে ৫৪ হাজার টাকা আদায় করা হয়। চাকরি নেওয়ার পর তুহিনের কাছ থেকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে চাঁদা নেওয়া হতো।
তদন্তের পর দেওয়া অভিযোগপত্রে হেলেনা জাহাঙ্গীর ছাড়াও জয়যাত্রা টিভি সংশ্লিষ্ট হাজেরা খাতুন, কামরুজ্জামান, মাহফুজুর রহমান ও সানাউল্লাহ নূরী নামে চারজনকে আসামি করা হয়েছে। হাজেরা জয়যাত্রা টিভির জিএম (অ্যাডমিন) ছিলেন। সানাউল্লাহ নূরী ছিলেন জয়যাত্রা টিভির প্রতিনিধি সমন্বয়ক।
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা সরকারের অনুমোদন না থাকা সত্ত্বেও জয়যাত্রা টিভি চালাতেন। বিভিন্ন জেলায় প্রতিনিধি নিয়োগ করে মোটা অঙ্কের টাকা জামানত হিসেবে নিয়ে তা আত্মসাৎ করেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা গ্রুপের কর্ণধার। জয়যাত্রা টেলিভিশনের চেয়ারপারসন হেলেনা নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দিতেন। তিনি আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটিতে সদস্য ছিলেন। এছাড়া তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগেরও উপদেষ্টা পরিষদে ছিলেন।