• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

হাসপাতালে ভর্তি আরো ৬৮ ডেঙ্গুরোগী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৫:৫৮ পিএম
হাসপাতালে ভর্তি আরো ৬৮ ডেঙ্গুরোগী
ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরো ৬৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে ২৭ হাজার ২২৭ জনে দাঁড়িয়েছে। 

রোববার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২১ জন নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

এ বছর মোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ডিসেম্বরে ৩৮২ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, জুনে ২৭২ জন এবং মে মাসে হাসপাতালে ভর্তি হন ৪৩ জন ডেঙ্গুরোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯৮ জনের মধ্যে নভেম্বর মাসে ৬ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে মারা গেছেন ১২ জন।

এতে আরো বলা হয়েছে, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ২১৬ জন এবং ঢাকা বাইরে বিভিন্ন অঞ্চলে ৬৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ৯৮ জনেই রয়েছে।

Link copied!